গোপালগঞ্জে কৃষকদের মাঝে সেচ পাম্প বিতরণ

0
345

জমিতে পানি সরবরাহ নিশ্চিত করতে ও ধানের ফলন বাড়াতে গোপালগঞ্জে কৃষকদের মাঝে সেচ পাম্প বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ।

বুধবার (২৮ জুলাই) দুপুরে সদর উপজেলার বেদগ্রাম পূর্বপাড়া এলাকার একটি ব্লকের কয়েকজন কৃষকের হাতে একটি সেচ পাম্প তুলে দেয়া হয়। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্য মুরাদ হোসেন, অচিন্তিত বিশ্বাস, প্রতিলতা মন্ডল, জয়া বাইন রাজিব ইসলাম, স্বাধীন ইসলামসহ এলাকার কৃষকেরা উপস্থিত ছিলেন।

কৃষক মো: আব্বাস আলী মোল্লা, মো: কালাম মোল্লা, মো: নূর ইসলাম মোল্লা বলেন, সেচ পাম্প না থাকায় খাল বিল শুকিয়ে গেলে আমাদের জমিতে পানি দিতে সমস্যা হয়। তবে পাম্প পাওয়ায় আমাদের এখন সুবিধা হলো। খরা মৌসুমেও আমরা সময় মত জমিতে পারি দিতে পারবো। এতে জমিতে ফসলের ফলন বেশি হবে।

স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্যরা বলেন, এ সেচ পাম্পের মাধ্যমে কৃষকেরা তাদের জমিতে সময় মত পানি সরবরাহ করতে পারবে। এতে তাদের ফসলের ফলন বৃদ্ধি পাবে। আগামীতেও আমাদের পাম্প বিতরণ অব্যহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here