গুম প্রতিরোধে আইন করবে সরকার: আসিফ নজরুল

0
104
Newshunter24, Asif Nazrul, Prevention of Disappearance Act,

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, গুম প্রতিরোধে আইন করবে সরকার। পাশাপাশি গেল ১৬ বছরে গুমের শিকার পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পূনর্বাসনের কথাও ভাবা হচ্ছে।

শুক্রবার (১৫ নভেম্বর) এশিয়ান ফেডারেশন এগেইন্সট ইনভলান্টরি ডিসঅ্যাপেয়ারেন্স-আফাড আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক

এই প্রথম বাংলাদেশে অনুষ্ঠান করার সুযোগ হলো এশিয়ার মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইন্সট ইনভলান্টরি ডিসঅ্যাপেয়ারেন্স- আফাডের। যেখানে অংশ নেন বাংলাদেশের সংগঠন অধিকার ছাড়াও এশিয়ার ১২ দেশের মানবাধিকার সংগঠনের নেতারা। তুলে ধরেন নিজ দেশের গুম পরিস্থিতি। বাংলাদেশে গুম হওয়া পরিবারগুলো তুলে ধরেন, গুমের শিকার ব্যক্তির স্বজনদের অভিজ্ঞতার কথা।

কংগ্রেস অফ আফাডে রাষ্ট্র ও সরকারের প্রভাবশালী ব্যক্তিরা সবচেয়ে বেশি গুরুত্ব দেন গুম প্রতিরোধে শক্ত আইন প্রণয়নের ব্যাপারে।

গুম প্রতিরোধ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারদের নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুদিনের এ কংগ্রেস শেষ হবে শনিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here