গাজীপুরে অপহরণের ৩ দিন পর ব্যবসায়ী উদ্ধার, আটক ৪

0
596

গাজীপুরে অপহরণের ৩ দিন পর ঝুট ব্যবসায়ী আলমগীর সরকারকে উদ্ধার করেছে র‌্যাব-১। এ সময় আটক করা হয়েছে অপহরণকারী চক্রের চার সদস‌্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকালে এ তথ‌্য নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম।

তিনি জানান, ৩০ জুন রাত ১০টার দিকে শ্রীপুরের দুখলা থেকে বাইপাইলে যাচ্ছিলেন আলমগীর। এ সময় আমান উল্যাহ ও আইনুল হক ঝুট দেখানোর কথা বলে আলমগীরকে একটি প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে অপহৃতের পরিবারের কাছে মোবাইল ফোনে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

স্বজনরা খোঁজাখুঁজি আলমগীরের সন্ধান না পেয়ে র‌্যাব-১ এর কাছে অভিযোগ করেন। র‌্যাব সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালান।

অপহরণের ৩ দিন পর শনিবার (৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার বেলতলী এলাকায় রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং অপহরণকারী দলের ৪ সদস্যকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here