গাজায় বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, নিহত আরও ৩১

0
357
newshunter24, Gaza, Israel, killed, attack, Palestine,

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বর্বর হামলায় আরও ৩১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭৯ জন। এতে করে এই পর্যন্ত উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৫০ ছাড়ালো। আহতের সংখ্যা লক্ষাধিক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১৭ ডিসেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৪৫ হাজার ৫৯ জনে দাঁড়িয়েছে। তাছাড়া মোট আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭ হাজার ৪১ জন ফিলিস্তিনি।

আরও পড়ুন: নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন

অন্যদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here