খেলা দেখতে গিয়ে করোনায় আক্রান্ত ফুটবল ভক্তরা

0
1346

নিজেদের ফুটবল দলকে উৎসাহ দিতে ইউরোর খেলা দেখতে রাশিয়া গিয়েছিলেন ফিনিশীয় সমর্থকরা। খেলা দেখে ফিরে আসা ফুটবল ভক্তদের কারণে আতঙ্ক বিরাজ করছে ফিনল্যান্ড সরকারের মনে।

এরপর থেকেই দেশে করোনার সংক্রমণ বাড়ছে বলে বৃহস্পতিবার জানালো ফিনিশীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সেন্ট পিটার্সবার্গ সীমান্তবর্তী দেশ হওয়ায় রাশিয়া ও বেলজিয়ামের দুই ম্যাচ খেলা দেখতে রাশিয়ায় বেশি ভিড় করেছিল ফিনিশীয় ভক্তরা। সেখান থেকে তারা ফেরার পর দৈনিক শনাক্তের সংখ্যা প্রায় একশ জনে দাঁড়িয়েছে, আগে যেখানে ছিল ৫০ জনের মতো।

ফিনিশীয় স্বাস্থ্য অধিদফতর বলছে, সেন্ট পিটার্সবার্গে খেলা দেখতে যাওয়া প্রায় ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং সেই সংখ্যা বাড়বে। বিশেষ করে ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দেখতে দেশ ছাড়া ১৫টি বাসের অধিকাংশ যাত্রী আক্রান্ত।

সীমান্ত পার হওয়ার সময় সবার করোনা পরীক্ষা করা হয়নি বলে আরও অনেকে সংক্রমিত হবেন আশঙ্কা কর্তৃপক্ষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here