মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে খুলনার পৃথক ৩টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকার মো. হাসানুজ্জামান।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩জনের মৃত্যু হয়েছে।