মহামারি করোনাভাইরাসে খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৮ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জনের।
রোববার (২৭ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় ৫জন, বাগেরহাটে ৫জন, যশোরে ৫জন, নড়াইলে ৫জন, কুষ্টিয়ায় ৫জন, ঝিনাইদহে ২জন, চুয়াডাঙ্গায় ২জন এবং মেহেরপুরে ২জন মারা গেছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫২ হাজার ১৬৭ জন। মৃতের সংখ্যা ৯৮১ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৬১৫ জন।