খুলনার ৪ হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

0
1099

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গে খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে

এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ জন, বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ৪ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ১জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকালে সংশ্লিষ্ট হাসপাতলের মুখপাত্ররা এসব তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫ জন করোনা আক্রান্ত ও ৫ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

বেসরকারি গাজী মেডিক‌্যাল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন আরও ১১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশচন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় ১ রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here