মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার তিন হাসপাতালে শনিবার সকাল ৮টা থেকে রোববার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২জন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬জনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, সর্বশেষ রোববার সকাল পযন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন। যার মধ্যে রেড জোনে ১০২, ইয়ালো জোনে ৫৫, আইসিইউতে ২০ ও এইচডিসিতে ২০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৪০ জন। এ সমসয় সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৫৫ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।
বেসরকারি গাজী মেডিক্যাল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১১৫ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৮ জন ও এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।