কেমন কাটল বেগম খালেদা জিয়ার প্রথম রোজা

0
1277

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতিই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান।

পবিত্র রমজানের প্রথম দিন কোরআন তেলওয়াত আর ইবাদত-বন্দিগী করে সময় কাটিয়েছেন খালেদা জিয়া। তার বোন সেলিমা ইসলামের বরাত দিয়ে বুধবার (১৪ এপ্রিল) রাতে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। ম্যাডামের অবস্থা স্থিতিশীল, ভালো ইম্প্রুভ করছে। আপনারা উনার জন্য দোয়া করবেন।

তিনি আরও জানান, রমজানের প্রথমদিন তার ছোট ভাইয়ের বাসা থেকে ‘ফিরোজায়’ ইফতারসামগ্রী পাঠানো হয়। করোনা আক্রান্ত হওয়ায় কেউ বাসায় না গেলেও সকলেই তার খোঁজ-খবর রাখছেন।

প্রসঙ্গত, খালেদা জিয়া ছাড়াও গুলশানে ‘ফিরোজায়’ তার গৃহকর্মীসহ আরও ৮ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।

এনএইচ২৪/জেএ/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here