মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া জেনালের হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম বুধবার (২১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া ১১ জনের মধ্যে ৯ জনের করোনা পজিটিভ ছিলো। আর ২ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। বর্তমানে হাসপাতালে ১৮০ জন করোনায় আক্রান্ত হয়ে ও ৭০ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এ জেলায় এখন পর্যন্ত ৪৪৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।