কুষ্টিয়ায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৯ মৃত্যু

0
1160

মহামারি করেনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপর্সগ নিয়ে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জন প্রাণ হারিয়েছেন। এ সময় ৬০৯ জনের নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (৪ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার সংবাদমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৪৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২৩০ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৬২ জন।

বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৪৯৩ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬৫ জন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ২২৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here