কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১১ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১১ জন ও লক্ষণ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ১২২১ জনের নমুনা পরিক্ষা করে ৪৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.৩৮ শতাংশ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভতির্র চাপ প্রতিদিনই বাড়ছে। ২৫০ বেডের করোনা ডেডিকেটেড এই হাসপাতালটিতে এখন শয্যার চেয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ২৭৪ জন। এরমধ্যে ১৭৫ জনই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
চলমান ৭ দিনের লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও যত দিন যাচ্ছে তত বেশি মানুষ বাইরে বের হচ্ছেন। স্বাস্থ্যবিধি মানছেন তারা।
এদিকে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত। সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।