কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৩ জন গত রাতে থেকে আজ সকাল ১০ টা পর্যন্ত মারা গেছে ৭ জন এই নিয়ে জেলায় মোট ১৪৭ জন মৃত্যু বরন করেছেন।
জেলা প্রশাসকের তথ্যতমে ৩৬৮ জনের করোনা পরীক্ষা করে ৩০.৪৩% করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৬০৬৩ জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১০০ টি বেড রয়েছে আর চিকিৎসাধীন রয়েছে ১১০ জন, হোম আইসলেশনে আছে ৯৬৪ জন।
হাসপাতাল সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওর্য়াডে সিট খালি নেই। সীমান্তবর্তী জেলা হওয়ায় কুষ্টিয়া জেলাকে ২য় বারের মত বিশেষ লকডাউনের আওতায় আনার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।
এদিকে, পৌরসভা এলাকায় চলমান সাতদিনের কঠোর বিধিনিষেধ চলছে অন্যদিকে কুষ্টিয়ার মিরপুর পৌরসভা সাতদিনের কঠোর বিধিনিষেধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন শহরে ঢোকার প্রবেশ মুখে সড়কে বাঁশ বেঁধে মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
করোনা থেকে মুক্তিপেতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সকলের সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক।
এনএইচ২৪/জেএস/২০২১