কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

0
360

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে কাভার্ডভ্যানের চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, বালু শ্রমিক নুরুল ইসলাম, দিনমজুর ফয়জার রহমান ও কাভার্ডভ্যান চালক লিটন মিয়া।

এছাড়া গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় হাড়িখোলা গ্রামের ট্রাক্টর চালক আমির হোসেনকে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল হক চৌধুরী বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটিও উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে কাভার্ডভ্যান চালক লিটন মারা যান। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here