কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০৭

0
1170

মহামারি করোনাভাইরাসে কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে আরও ১০৭ জনের। যার মধ‌্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক-নার্সসহ মোট ৩০ জন আছেন।

সোমবার (৫ জুলাই) সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আক্রান্ত ৩০ জনের মধ্যে ২৫ জন নার্স, ২ জন চিকিৎসক, ২ জন অ‌্যাম্বুলেন্স চালক এবং ১ জন নমুনা সংগ্রহকারী টেকনেশিয়ান রয়েছেন।

এনিয়ে, জেলায় ২য়ধাপে নতুন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০২৪ জন। যার মধ‌্যে শুধুমাত্র সদর উপজেলাতেই ৭১২ জনই রয়েছেন।

তিনি আরও জানান, জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ১০৭ জনের মধ্যে ৯২ জনই কিশোরগঞ্জ সদর উপজেলাতে শনাক্ত হয়েছে। এছাড়া বাকি ১৫ জনের মধ্যে হোসেনপুরে ২ জন, করিমগঞ্জে ৬ জন, কটিয়াদীতে ৩ জন, ভৈরবে ৩ জন এবং নিকলী উপজেলায় ১ জন শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে জেলায় এ পর্যন্ত জেলায় ৬৩৬৮ জন শনাক্ত হয়েছেন। এর মধ‌্যে সুস্থ হয়েছেন ৫২৫৩ জন এবং ৯১ জনের মৃত‌্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here