কাশ্মির প্রসঙ্গে ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান

0
1224

ভারতের নয়া দিল্লি কাশ্মিরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার রোডম্যাপ জানালে ভারতের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে প্রস্তুত পাকিস্তান।

শুক্রবার (৪ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা বলেছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ‘কোনো রোডম্যাপ থাকলে আমরা আলোচনা করব। তারা বেআইনি, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন করে যে পদক্ষেপ নিয়েছিল, সেই অবস্থান থেকে ফিরতে যা করা হবে সেই রোডম্যাপও যদি দেয় তাহলে সেটিও গ্রহণযোগ্য হবে।

এর আগে ইমরান খান ও তার সরকার বলেছিল, দুই দেশের মধ্যে শান্তিপ্রক্রিয়া শুরু করতে হলে আগে ভারতকে ২০১৯ সালের নেওয়া পদক্ষেপ বাতিল করতে হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here