ভারতের নয়া দিল্লি কাশ্মিরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার রোডম্যাপ জানালে ভারতের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে প্রস্তুত পাকিস্তান।
শুক্রবার (৪ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা বলেছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ‘কোনো রোডম্যাপ থাকলে আমরা আলোচনা করব। তারা বেআইনি, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন করে যে পদক্ষেপ নিয়েছিল, সেই অবস্থান থেকে ফিরতে যা করা হবে সেই রোডম্যাপও যদি দেয় তাহলে সেটিও গ্রহণযোগ্য হবে।
এর আগে ইমরান খান ও তার সরকার বলেছিল, দুই দেশের মধ্যে শান্তিপ্রক্রিয়া শুরু করতে হলে আগে ভারতকে ২০১৯ সালের নেওয়া পদক্ষেপ বাতিল করতে হবে।
এনএইচ২৪/জেএস/২০২১