আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। মিশরের কায়রো শহরের কায়রো অপেরা হাউজে ১৩-২২ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসবের ৪৫তম আসর। উৎসবে অংশ নেবেন বিশ্বের নামিদামি নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা। তাদের সঙ্গে এবার থাকছে বাংলাদেশেরও নাম।
কায়রো ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘প্রিয় মালতী’, ইংরেজিতে যার নাম হুইসপারস অফ এ থ্রাস্টি রিভার। ৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।
আরও পড়ুন: হোয়াইট হাউসে ফিরে যে ৭ কাজ করতে চান ট্রাম্প
সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাইদ রানা। গল্প রচনা ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত।
এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। সিনেমাটি দেশের দর্শকরা কবে দেখতে পাবেন, তা চূড়ান্ত করে বলেননি সংশ্লিষ্টরা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি।