ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশে বেশ সমালোচিত হন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। এবার সেই সাংবাদিককে ‘মৃত’ দেখাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আলোচিত এই সাংবাদিকের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ময়ূখ রঞ্জন ঘোষের অ্যাকাউন্টটিতে এমন ‘রিমেম্বারিং’ দেখা যাচ্ছে। সাধারণত কোনো ফেসবুক প্রোফাইলে মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই শুধু ‘রিমেম্বারিং’ লেখা হয়ে থাকে। তার আইডিতে ফেসবুক কর্তৃপক্ষ লিখেছে, ‘আমরা আশা করি যারা ময়ূখকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’
হঠাৎ এ ‘রিমেম্বারিং’ শব্দে গুঞ্জন তৈরি হয়েছে অনলাইন মাধ্যমে। কেননা কোনো ফেসবুক প্রোফাইল ‘রিমেম্বারিং’ করতে হলে প্রথমে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। এরপর এ আবেদনের ভিত্তিতে তথ্য যাচাই বাছাই করে ফেসবুক কর্তৃপক্ষ কোনো আইডি ‘রিমেম্বারিং’ করে।
আরও পড়ুন: ফের শেখ হাসিনার ফোনালাপ ফাঁস
ময়ূখের এ অ্যাকাউন্টের তথ্য মতে, সর্বশেষ তিনি রিপাবলিক বাংলার জ্যেষ্ঠ সম্পাদক ও হেড অব ইনপুটের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি নিউজ-১৮ বাংলা, টাইমস নাউ, এবিপি আনন্দে কাজ করেছেন।
প্রসঙ্গত, ময়ূখ রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সংবাদ উপস্থাপনের মাধ্যমে দর্শকমহলের সমালোচিত হয়েছেন। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে ‘মলম বিক্রেতা’ কিংবা ‘জোকার’ এর সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে আখ্যায়িত করেন সাধারণ মানুষজন।