সারাদেশে মহামারি করোনাভাইরাসে মারা গেছেন আরও ৮৮ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৩৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪১ জন। এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৭৮২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনএইচ২৪/জেএস/২০২১