এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত। বর্তমানে তিনি তার বাসায় চিকিৎসাধীন আছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের পরের দিন বেড়াতে গিয়েছিলেন ঢাকার বাইরে। সেখান থেকে ফেরার পর গত কয়েকদিন তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।
গত রোববার (২৫ জুলাই) করোনা পরীক্ষা করলে ফলাফল পজিটিভ আসে। তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন।