মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। শুক্রবার রাতে করোনার পরীক্ষার ফল পজিটিভ আসে।
এ বিষয়ে আকরাম খান সংবাদমাধ্যমকে বলেন, ‘শারীরিকভাবে সুস্থ আছি। করোনার তেমন কোনো উৎসর্গ নেই। হালকা একটু কাঁশি আছে। জ্বর নেই। দেশবাসীর কাছে দোয়া চাই যেন দ্রুত করোনা থেকে মুক্তি পেতে পারি এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, আকরাম খানের করোনা পজিটিভ আসার পর স্ত্রী ও দুই মেয়ের করোনার নুমনা সংগ্রহ করা হয়েছে।
এনএইচ২৪/জেএ/২০২১