কঠোর লকডাউনেও স্বাভাবিক গাজীপুর মহাসড়কে যান চলাচল

0
1084

মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে ৭ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।

তবে এ কঠোর লকডাউনের মধ্যেও শিল্প প্রতিষ্ঠান খোলা থাকায় সকাল থেকেই শিল্পনগরী গাজীপুর মহাসড়কের অবস্থা আগের মতোই স্বাভাবিক রয়েছে। এতে সকাল হতে শ্রমিকেরা বিভিন্ন উপায়ে অফিসে যাচ্ছেন। তবে তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা দেখা যায়নি। অনেকের মুখেই নেই মাস্ক। কেউই মানছেন না সামাজিক দূরত্ব।

এছাড়া, শ্রমিকেরা পায়ে হেঁটে, আটোরিকশা ও সিএনজি করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। গাজীপুরের বিভিন্ন মহাসড়কের পাশেই রয়েছে হাজার হাজার শিল্পকারখানা যার ফলে কারখানার অধিকাংশ শ্রমিকদের মহাসড়ক ধরেই প্রবেশ করছেন। তবে সকাল থেকে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর।

পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনা সদস্যদের টহল থাকার কথা থাকলেও সকাল হতে রাস্তায় তাদের উপস্থিতি দেখা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here