কঠোর লকডাউন কেমন চলছে তা দেখতে এসে আটক ১০০

0
1047

মহামারি করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউনের ঘোষণা করেছেন সরকার। আজ লকডাউনের প্রথম দিন। তবে লকডাউন নিয়ে চলছে হাসি তামশা। জনসাধারণ করোনাকে ভয় না করে লকডাউন কেমন চলছে তা দেখতে বের হচ্ছে বাইরে।

মিরপুর এলাকায় বিধিনিষেধ পালন না করে কঠোর লকডাউন কেমন চলছে তা দেখতে আসা শতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ।

বৃস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, মিরপুর, কাফরুলসহ অন্যান্য পুলিশ শতাধিক জনকে আটকসহ অর্ধশতাধিক যানবাহনকে মামলা দেয়।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া সরকারি বিধিনিষেধ পরিপালনে মাঠে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here