কঠোর বিধিনিষেধের ৭ম দিনে রাজধানীতে বের হয়ে গ্রেপ্তার ৫৬৮

0
412

মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারের দেয়া দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে ৭ম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বৃষ্টির মধ্যেও বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেপ্তার হয়েছেন ৫৬৮ জন।

আর ২০৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা। এছাড়া ট্রাফিক বিভাগ ৪৩১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। ৭ দিনে রাজধানীতে মোট গ্রেপ্তার হলেন তিন হাজার ৬২৪ জন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি আরও বলেন, সরকার করোনার সংক্রমণরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে বৃষ্টি উপেক্ষা করে সপ্তম দিনেও রাজধানীজুড়ে সক্রিয় ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ২০৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তিন লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here