কঠোর বিধিনিষেধ শিথিল, ট্রেন চলবে বৃহস্পতিবার থেকে

0
367

সরকারের ঘোষিত চলমান লকডাউনের কঠোর বিধিনিষেধ শিথিল করায় বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। আজ বিকেল থেকে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে। চলবে ২২ জুলাই পর্যন্ত। এই সময়ের জন্য সব টিকিট অনলাইনে বিক্রি হবে। টিকিট বিক্রি হবে মোট আসনের ৫০ শতাংশ। ট্রেনে চলাচলকারী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে।

যার মধ্যে রয়েছে- প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে কিনতে হবে। সব অগ্রীম টিকিট যাত্রার ৫ দিন আগে যাত্রীরা কিনতে পারবেন। অনলাইনে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here