কঠোর বিধিনিষেধ অমান্য করে নৌপথে ঢাকায় ঢুকছে মানুষ

0
1042

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকার পাশের জেলা গাজীপুর সহ ৭ টি জেলায় দেওয়া হয়েছে কঠোর বিধিনিষেধ। ঢাকার বিভিন্ন প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট।

একারণে অনেকেই ঢাকায় প্রবেশের জন্য ভিন্ন কৌশল বেছে নিয়েছেন। তুরাগ নদীতে নৌকায় করে অনেকে পাড়ি জমাচ্ছেন ঢাকায়।

শনিবার (২৬ জুন) সরেজমিনে দেখা যায়, এভাবেই ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করছে সাধারণ মানুষ। টঙ্গী বাজার ঘাট থেকে উঠে আব্দুল্লাহপুর আইচি হাসপাতালের ঘাটে নৌকা ভিড়ছে। এরপর সেখান থেকে ঢাকার বিভিন্ন অঞ্চলে মানুষজন প্রবেশ করছে।

গাজীপুরের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় যাওয়ার জন্য টঙ্গী ব্রিজ হয়ে থাকায় প্রবেশ করতে হয়। টঙ্গী পুলিশের চেকপোস্টের বাধা ডিঙ্গাতে না পারায় টঙ্গী বাজারের মধ্যে দিয়ে ঘাটে ভিড়ছে ঢাকাগামী মানুষ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের দুটি চেকপোস্টে কাজ অব্যাহত রয়েছে। তুরাগ নদ দিয়ে নৌকায় মানুষ পারাপারের বিষয়টি চেকপোস্টের আওতাভুক্ত নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here