কচুয়ায় মহিলা কলেজের ৩ ছাত্রী করোনায় আক্রান্ত

0
959

চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের একাদশ শ্রেণির আকলিমা আক্তার, ফাতেমা আক্তার নিশি, জান্নাত আক্তার নামের ৩ শিক্ষার্থীর করোনা আক্রান্ত হয়েছে।

কলেজ কতৃপক্ষ অভিভাবকদের ডেকে এনে তাদেরকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে পাঠায়।

বুধবার (২২ সেপ্টেম্বর) তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে, সোমবার কলেজ ছাত্রীনিবাসের ৫০ শিক্ষার্থীর করোনা পরীক্ষা করানো হয়।

কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম জানান, তিন শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ার পর মাধ্যমিক উচ্চ শিক্ষা শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র নির্দেশে বৃহস্পতিবার কলেজ ছাত্রীনিবাস বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা শনাক্ত শিক্ষার্থীদের পরিবারেরকেও করোনা পরীক্ষা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here