কক্সবাজার শহরের টেকপাড়া মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে শনিবার (৮ মে) রাত ১২টার দিকে অস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, সোহেল, ইলিয়াস ও ছৈয়দ হোসেন রানা। রোববার (৯ মে) দুপুরে কক্সবাজার সদর থানায় বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টায় কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালায়। পুলিশ মাঝিরঘাট এলাকায় গিয়ে সোর্সের দেখানো স্পট ঘিরে ফেলে ৩জনকে গ্রেপ্তার করে।
এনএইচ২৪/জেএস/২০২১