এবারের লকডাউন কার্যকরে কঠোর হবে পুলিশ

0
978

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার।

সারাদেশের নতুন লকডাউন কার্যকর হওয়ার সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও লকডাউনের নির্দেশনা পালনে পুলিশ আরও কঠোর হবে। শনিবার (৩ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, গত বছর কোনো অভিজ্ঞতা ছাড়াই পুলিশ মাঠে থেকে কাজ করেছে। গতবারের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এবার পুলিশ কাউকেই লকডাউন ও স্বাস্থ্যবিধি বিধি লঙ্ঘনে ছাড় দেবে না। করোনা নিয়ন্ত্রণ করতে পুলিশ মাঠে থেকে কাজ করবে।

এনএইচ২৪/জেএ/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here