এবার একসঙ্গে জুটি বাধঁবেন রিয়াজ-স্পর্শিয়া

0
798

বাংলা চলচিত্রের জনপ্রিয় তারকা রিয়াজ ও স্পর্শিয়া। দুজনেই নিজেদের অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। দুজনেই নিয়মিত কাজ করে চলছে চলচ্চিত্রে। তবে এবারই প্রথমেএকসাথে দুজনকে র্পদায় দেখা যাবে।

তবে চলচ্চিত্রে নয়, বিটিভির ‘আনন্দমেলা’ ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন তারা। এরই মধ্যে অনুষ্ঠানটির রেকর্ডিং শেষ হয়েছে।

স্পর্শিয়া বলেন, ‘উপস্থাপনার অভিজ্ঞতা তেমন নেই। তবে সাহস করে দর্শকপ্রিয় অনুষ্ঠানটির উপস্থাপনা করার চেষ্টা করেছি। ভুল-ত্রুটি মার্জনীয়।’

রিয়াজ বলেন, ‘অল্প কিছু অনুষ্ঠানে এর আগে উপস্থাপনার কাজ করেছি। বিটিভির আনন্দমেলায় এর আগে উপস্থাপনার সুযোগ হয়নি। আশাকরছি এবারের আনন্দমেলা দর্শকদের ভালো লাগবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here