এবার আরবি ভাষার গান গাইলেন হিরো আলম

0
1149

হিন্দির পর এবার রমজান উপলক্ষ্যে আরবি ভাষার গান গাইলেন হিরো আলম। বৃহস্পতিবার (২২ এপ্রিল) গানটির টিজার হিরো আলমের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

গত বছর ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। যদিও সেই গান তাকে বিতর্কিত করেছে। মামলাও খেয়েছেন ‘বাবু খাইছো’ গান নকলের অভিযোগে।

এরপর হাসির পাত্র হয়েছেন ভুল উচ্চারণে বেসুরো গলায় হিন্দি ও চাইনিজ গান গেয়েও।

এবার তিনি গাইলেন আরবি গান৷ গানটি প্রসঙ্গে হিরো আলম গণমাধ্যমকে বলেন, মাহে রমজান ও ঈদকে সামনে রেখেই গানটি করা। আশা করি গানটি সবার ভালো লাগবে। খুব শিগগিরই গানটি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here