মহামারি করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে ৩০০ পরিবারকে ঈদ উপহার দিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী সাংবাদিক ও ওয়ার্কসফেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল ইসলাম জুয়েল।
মঙ্গলবার (২০ জুলাই) নরসিংদী রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের ৩০০ মানুষের হাতে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি তুলে দেন তিনি।
করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর এই তরুণ উদ্যোক্তা ও সিঙ্গাপুর প্রবাসী নিজ এলাকাবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
রাশিদুল বলেন, করোনা পরিস্থিতি মানুষের অবস্থা খুব খারাপ। এ অবস্থায় তারা ঠিক মতো উপার্জন করতে পারছেন না। অনেক গরিব মানুষ আছেন যারা ঈদে কোনো নতুন কাপড়ও কিনতে পারবেন না। তাই মানবিক দিক দিয়ে আমি আমার এলাকার ৩০০ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছি। এছাড়া অনেককে খাদ্য সামগ্রীও দেওয়া হয়েছে।