ঈদকে সামনে রেখে সরকারের দেয়া চলমান লকডাউন খুলে দেয়া হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকাল থেকে অনলাইনে ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে এক সিট খালি রেখে চলবে সব ট্রেন। তাই সব ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল ৫টায় টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। আজ সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়।
ঈদযাত্রা সামনে রেখে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ৩৮টি আন্তঃনগর, ১৯টি মেইল ও কমিউটার ট্রেন চলাচল করবে।