ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত ৫০ বছরের মধ্যে ভয়াবহ খরা চলছে। খরার কারণে গৃহস্থালি, কৃষি ও খামারগুলোতে ব্যাপক প্রভাব পড়ছে। এছাড়া অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তেলসমৃদ্ধ খুজেস্তান প্রদেশের শহর ও শহরতলিগুলোতে পানি সঙ্কটের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে।
পানি সঙ্কটের প্রতিবাদে দুই রাত বিক্ষোভ হয়েছে। আর বিক্ষোভে অংশ নেয়া এক তরুণ নিহত হয়েছে। শনিবার এক স্থানীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
শাদেগান শহর কর্তৃপক্ষের প্রধান ওমিদ শাবরিপুর বলেছেন, ‘মিছিলের সময় দাঙ্গাকারীরা লোকজনকে প্ররোচিত করতে ফাঁকা গুলি ছুড়েছিল। দুর্ভাগ্যবশত একটি গুলি ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তির গায়ে বিদ্ধ হয় এবং সে মারা যায়।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে, বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে। গুলির শব্দ শোনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।