মহামারি করোনা সংক্রমণরোধে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়, বৌলতলী ও সাহাপুর ইউনিয়নে লকডাউন আরো ২ দিন বৃদ্ধি করা হয়েছে। তবে সাতপাড় ইউনিয়নের তেলিভিটা গ্রামের লকডাউন চলমান রয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
বুধবার (২ জুন) ৭ দিনের লকডাউন শেষ হওয়ায় ২ দিন বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়, বৌলতলী ও সাহাপুর ইউনিয়নে হঠাত করে করোনা আক্রান্তের সংখ্যা রেড়ে যায়। এতে আতংকিত পড়লে গত বৃহস্পতিবার (২৭ মে) ওই তিন ইউনিয়নে লকডাউন ঘোষনা করা হয়েছিল। তবে করোনা না কমায় আবারো আরো দুই দিনের লকডাউন দেয়া হয়।
গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গত ৭ দিনে গোপালগঞ্জে নতুন করে আরো ৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৩ হাজার ৮৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪০ জন।
এদিকে করোনা মোকাবেলায় গোপালগঞ্জে সদর উপজেলার ২১ ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে এক কর্মশালা করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর থানার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন দিক নির্দেশনা দেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম।
এনএইচ২৪/জেএস/২০২১