আবারও ট্রলের শিকার নুসরাত!

0
437

সম্প্রতি সময়ে খবরের শিরেনাম যেন শুধুমাত্র তারই দখলে। আলোচনা-সমালোচনা যেন কোন ভাবেই পিছু ছাড়ছে না তার। বলছি তৃণমূলের সাংসদ ও টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের কথা।

গত কয়েক মাস ধরে ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন টালিউডের এই জনপ্রিয় নায়িকা। এবার নতুন করে সমালোচিত হয়েছেন এই সুদর্শনী। এবারের সমালোচনার বিষয়বস্তু ব্যক্তিগত ইস্যু নয়; কাজ নিয়ে।

একটি ডিটারজেন্ট কোম্পানির বিজ্ঞাপনে নুসরাতের অংশগ্রহণ নিয়ে আক্রমণাত্মক মন্তব্যে মেতেছেন কলকাতাবাসী।

বিজ্ঞাপনের ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন নুসরাত নিজেই। এতে তাকে দেখা গেছে অভিনেতা রাজ গোস্বামীর সঙ্গে। আপলোডের পর পর ভিডিওটির কমেন্ট বক্সে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

এই অ্যাডশুটে নুসরাতকে বলতে শোনা গেছে, ডিটারজেন্ট দিয়ে ধুলেই গায়েব হবে কাপড়ের সব রঙ।
ভিডিওটির নিচে একজন লিখেছেন— ‘নিজের চরিত্রটিও ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন’।

অনেকেই আবার তার এই বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন। তারা লিখেছেন— ‘সংসদ সদস্য হয়ে কীভাবে ডিটারজেন্টের বিজ্ঞাপন করছেন?’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here