আজ শনিবার (৩ জুলাই) আন্তর্জাতিক সমবায় দিবস। প্রতি বছরই এদিনটি সারা বিশ্বে ব্যাপক আয়োজন করে এদিবসটি পালন করা হয়ে থাকে। তবে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে এবার বাংলাদেশে দিবসটি নিয়ে কোন আয়োজন নেই।
সমবায়ের বৈশ্বিক জোট ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অ্যালায়েন্স (আইসিএ) এর সিদ্ধান্ত অনুযায়ী ১৯২৩ সাল থেকে সমবায় দর্শনের উপযোগিতা প্রচার প্রসারের উদ্দেশ্যে প্রতি বছর জুলাই এর প্রথম শনিবার আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয়।
আইসিএ’র পালনের সূচনা অনুসারে এ বছর ৯৯তম আন্তর্জাতিক দিবস। অন্যদিকে জাতিসংঘ ১৯৯৫ সালে আইসিএ’র শতবর্ষ উদযাপন উপলক্ষে সমবায় দিবসকে বৈশ্বিকভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। সে মতে এবার জাতিসংঘের ২৭তম আন্তর্জাতিক সমবায় দিবস।
১৯৯৫ সাল থেকে আইসিএ ও জাতিসংঘের কমিটি ফর দি প্রমোশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব কো-অপারেটিভ যৌথভাবে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করে। দিবসের এ বছরের প্রতিপাদ্য- একসাথে আরো ভাল পুনর্নির্মাণ।