আটকে পড়ার আশঙ্কায় রাজধানী ছাড়ছেন মানুষ

0
999

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১ জুলাইয়ের পর থেকে দেশে কঠোর লকডাউন হবে এমন খবর পাওয়ার পর থেকেই রাজধানী ছেড়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। অনিশ্চিত যাত্রা জেনেও থেমে নেই সাধারণ মানুষ।

রাজধানীর অন্যতম প্রবেশমুখ গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন আমিনবাজার ব্রিজ। মঙ্গলবার (২৯ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাড়িফেরা যাত্রীদের চাপ। যাত্রীরা জানান, আটকে পড়ার আশঙ্কায় ঢাকা ছাড়ছেন তারা।

সাধারণ মানুষেরা জানিয়েছেন, রাতে পুলিশের তৎপরতা কম থাকায় এসব যাত্রীবাহী মাইক্রোবাস ও পিকআপ চলাচলে করে। আর দিনের বেলায় অটো, পিকআপ বা ট্রাক যাই পাচ্ছেন তাতে করেই ঝুঁকি নিয়ে রওনা হচ্ছেন যাত্রীরা।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে সারাদেশে ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ তথা সর্বাত্মক লকডাউন দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here