আইপিএল হতে পারে সেপ্টেম্বরে!

0
1059

মহামারি করোনাভাইরাসে গত দুই দিনে আইপিএলের চার ফ্র্যাঞ্চাইজির ৪ খেলোয়াড়সহ সাতজন আক্রান্ত হয়েছেন।

এই পরিস্থিতি সামাল দিতে প্রথম পদক্ষেপ হিসেবে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।

স্থগিত হওয়া আইপিএলের বাকি ৩১টি ম্যাচ আবার কবে হবে তা ভাবার চূড়ান্ত করার সুযোগ নেই। তবে সেপ্টেম্বরের দিকে গড়াতে পারে স্থগিত হওয়া এই প্রতিযোগিতা।

এক ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা তথ্যমতে, বাকি ৩১ ম্যাচ সেপ্টেম্বরে আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। ওই সময় ইংল্যান্ড-ভারত সিরিজ শেষ হবে এবং বিদেশি খেলোয়াড়রা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত থাকবেন। এখন এটাই ভাবা হচ্ছে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here