সম্প্রতি পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করতে গিয়ে নায়িকা দর্শনা বণিকের নখের আঁচড়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। আর তাই আপাতত শুটিং স্থগিত করা হয়েছে।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ও শুটিং সেটে উপস্থিত একাধিক সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার গানের শুটিংয়ে অংশ নিতে গিয়ে নায়িকার নখের আঁচড়ে আঘাত লাগে শাকিব খানের বাঁ চোখে। এতে রক্তাক্ত হন তিনি। এরপর চিকিৎসক এসে তার বাঁ চোখে ব্যান্ডেজ করেন। বর্তমানে রত্নদীপ রিসোর্টে বিশ্রামে আছেন নায়ক।
এনএইচ২৪/জেএ/২০২১