অফিস-গণপরিবহন চলবে ৩ আগস্ট পর্যন্ত

0
1453

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে বর্তমান সময়ের মতো আগামী ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন)।

মঙ্গলবার (৩০ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘এ সময়ে দোকান ও শপিং মল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।’

তিনি আরো বলেন, ‘যেভাবে সীমিত পরিসরে কর্মকাণ্ড চলছে সেভাবেই আগামী ৩ অগাস্ট পর্যন্ত চলবে। মানুষকে সচেতন করতে স্বাস্থ্য সেবা বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় প্রচার-প্রচারণা চালাবে।’

গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেয়া হয়, চালু করা হয় গণপরিবহন। এরপর তা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছিল। আজ সেই মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে তা ফের বাড়ানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here